নওয়াপাড়া অফিস : দেশের মঙ্গল ও বিশ^ ওম্মাহর শান্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে অভয়নগর উপজেলার ধোপাদী নূরানী হাফিজিয়া কওয়ামী মাদ্রাসায়। শুক্রবার আসর বাদ আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন যশোর দড়াটানা মাদ্রসা মসজিদের ইমাম ও খতিব মুফতি মুজিবুর রহমান। এর আগে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি হাজী মোশারফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় নেতা বিন হাসান গ্রুপের চেয়ারম্যান আবুল হাসান, জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, ৩ নং ধোপাদী ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা, সাবেক কাউন্সিলর জাকির হোসেন সরদার, ইউপি সদস্য আজিজুর রহমান, নজরুল ইসলাম সরদার প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত