নওয়াপাড়া অফিস : পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী এক কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে। অভয়নগর উপজেলার সীমান্তবর্তী নড়াইলের চাকই গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশুর নাম আয়শা খাতুন(৪) সে ওই গ্রামের মফিজুর ফকিরের মেয়ে।
শিশুর পরিবার সূত্রে জানা গেছে, দাদী হালিমা বেগম গোসল করতে আয়শাকে পুকুরে নিয়ে যায়। তারা এক সাথে পুকুরে গোসল করতে নামে। হালিমা বেগম বলেন, আয়শাকে গোসল করিয়ে উপরে তুলে দেওয়া হয়। পরে সে বাড়ি ফিরে আয়শাকে না পেয়ে খুঁজতে বের হয়। একপর্যায়ে আয়শাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা করে আয়শাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তান হরিয়ে শিশুর পিতামাতা সহ আত্মীয় স্বজন শোকে ভেঙ্গে পড়েছে।
উপজেলা কমপ্লেক্সের চিকিৎসক গোবিন্দ পোদ্দার বলেন, পানিতে ডুবে যাওয়া একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিলো। চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত