নওয়াপাড়া অফিস : যশোরের অভয়নগর উপজেলায় বালি বোঝাই ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেলো এক মোটরসাইকের চালকের। শনিবার বিকাল ৪ টায় তালতলা-পায়রা সড়কে কাদিরপাড়া বাইতুর রব জামে মসজিদের সামনে এঘটনা ঘটে। মৃত ঐ ব্যাক্তির নাম কাজল গোলদার (২৮)। সে কাদিরপাড়া গ্রামের মৃত্য সামছুর গোলদারের ছেলে। কাজল গোলদারের চাচাতো ভাই আজিজুর গোলদার বলেন, কাজল গোলদার তালতলা থেকে কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে কাদিরপাড় নিজ বাড়ি ফিরছিলো। এসময় কাদিরপাড়া বাজারের আগে মসজিদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝায় একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এসময় ট্রাকের চাকা তার মাথার উপরে উঠে গেলে সে ঘটনা স্থলেই মারা যায়।
অভয়নগর থানা অফিসার ইনর্চাজ, ‘একে এম আকিকুল ইসলাম বলেন, আজ বিকালে কাদিরপাড়া গ্রামে বালি বোঝায় ট্রাকের চাপায় কাজল গোলদার নামে এক যুবক নিহত হয়েছে। ট্রাকটি দূর্ঘটনার পর সে স্থান থেকে পালিয়ে যায়। ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত