শহিদ জয়, যশোর : যশোরের অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলায় জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল (৭.৬৫ বোর) ও এক রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় গত ১৫ ও ১৬ জুলাই যশোরের কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর এলাকায় একাধিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মেহেজান গাজীর ছেলে মোঃ মিন্টু গাজী (৩৬), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত ইজ্জত আলী দফাদারের ছেলে মোঃ হাসানুর রহমান (৪০),
অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নেসার আলী খার ছেলে বিল্লাল হোসেন খা (৩৮),একই গ্রামের জিয়ারুল খন্দকারের ছেলে আবু হুরায়রা (২৫),ও মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয় (২৮)
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানিয়েছেন হত্যাকাণ্ডের পর মিন্টু গাজীর একটি বিদেশি পিস্তল হাসানুর রহমানের কাছে রেখে যায়। পরে স্থানীয় এক নেতার নির্দেশে পিস্তলটি বিল্লাল খাঁর কাছে হস্তান্তর করা হয়। বিল্লাল তা মেহেদী হাসানের কাছে পৌঁছে দেয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসানের দেওয়া তথ্য অনুযায়ী তার শয়নকক্ষ থেকে আলোচিত হত্যায় ব্যবহৃত সচল ৭.৬৫ বোর বিদেশি পিস্তল ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত