নওয়াপাড়া অফিস : মহান স্বাধীনতা দিবসে যশোরের অভয়নগরে বিনামূল্যে হার্টরোগীদের চিকিৎসাসেবা দেয়া হয়েছে। গত রোববার উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউটের সমাজ কল্যান বিভাগের উদ্যোগে ইনস্টিটিউটের হলরুমে হার্টক্যাম্প স্থাপনের মাধ্যমে বিনামূল্যে রোগীদের এ চিকিৎসা সেবা দেয়।
দেশের প্রখ্যাত হার্ট বিশেষজ্ঞ ও সার্জন অসীত বরণ অধিকারী এ হার্ট ক্যাম্পের নেতৃত্ব দেন। এ সময় তার নেতৃত্বে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগেীদের চিকিৎসা সেবা দেন। এ সময় ৩১২ জন রোগীকে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। এবং প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে ইসিজির ব্যবস্থা করা হয়।
নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন বলেন, প্রতিবছর মহান স্বাধীনতা দিবস উৎযাপনে আমরা নানা সাংস্কৃতিক কর্মকান্ড হাতে নেই। এবার দিবসটি রোজার মধ্যে পড়ায় প্রথম দিন হার্টক্যাম্প স্থাপনের মাধ্যমে ৩১২ জন হার্টের রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও শতাধিক রোগীর ইসিজির ব্যবস্থা করেছি। নওয়াপাড়া গ্রুপের আর্থিক সহায়তায় এ সেবা দেওযা হয় বলে তিনি জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত