নওয়াপাড়া অফিস : র্যাব হেফাজতে নিহত বিপ্লবী নেতা কমরেড শেখ আব্দুল হাই’র ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গত মঙ্গলবার কামরেড আবুল হাই’র মৃত্যুবার্ষিকী পালন কমিটি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো বেলা সাড়ে ১১টায় প্রয়াতের সমাধীতে পুষ্পমাল্য অর্পণ। সেখানে একে একে পুষ্প অর্ঘ অর্পণ করেন কমরেড শেখ আব্দুল হাই’র মৃত্যুবার্ষিকী পালন কমিটি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটি, নড়াইল জেলা কমিটি, অভয়নগর থানা কমিটি, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটি, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখা, হোটেল শ্রমিক ইউনিয়ন অভয়নগর থানা কমিটি, বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নেতৃবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। দুপুর ১২টায় বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবুল হাইর জীবনির ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন কৃষকনেতা হাফিজুর রহমান, অধ্যাপক তাপস বিশ্বাস, আক্তার হোসেন, আশুতোষ বিশ্বাস, মনিরুল ইসলাম বাবু, রেজাউল করিম, আহম্মত বিশ্বাস, হুমায়ুন কবির, আবু বক্কার সরদার, সেলিম জমাদ্দার, নাজমুল হুসাইন, নিয়ামুল হক রিকো প্রমুখ। আলোচনা শেষে গণসংগীত অনুষ্ঠিত হয়।