অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের বিভিন্ন বিলের ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। রোগাক্রান্ত ধানের কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সিদ্ধিপাশা ইউনিয়নের ১ হাজার ৯৭০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে যার মধ্যে ব্লাস্টরোগে আক্রান্ত হয়েছে প্রায় ৫শত হেক্টর জমির ধান।ক্ষতিগ্রস্থ কৃষকের একজন জানান, নলামারা বিলের ১০ বিঘা জমিতে তিনি বোরো ধান রোপণ করেছিলেন। সম্প্রতি ধানের ফলন আসার পর ধানে ব্লাস্টরোগ দেখা দিয়েছে। বর্তমানে তার প্রায় ৩ বিঘা জমির ধানে ব্লাস্টরোগ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।কৃষক ত্রিনাথ দত্ত জানান, চলতি বোরো মৌসুমে ৩ বিঘা জমিতে তিনি ধান রোপণ করেছেন। যে ধান তার পরিবারের এক বছরের খাবারের যোগান দিয়ে থাকে। ওই জমির এক বিঘা ধানে ব্লাস্টরোগ আক্রান্ত হয়েছে।ক্ষতিগ্রস্থ কৃষকরা সরকারি সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (সিদ্ধিপাশা ইউনিয়ন) শেখ অলিয়ার রহমান জানান, সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা মৌজায় বোরো ধানে ব্লাস্টরোগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করা হয়েছে এবং তাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করা হচ্ছে। রোগাক্রান্ত ধানের রোগ প্রতিরোধে বিঘা প্রতি পাঁচ কেজি পরিমান পটাশ ও ধান ক্ষেতে এক ইঞ্চি পরিমাণ পানি রাখা এবং ছত্রাক নাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন মুঠোফোনে জানান, ইতোপূর্বে ব্লাস্টরোগ প্রতিরোধে কৃষকদের নিয়ে উঠান বৈঠক করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ধানে এবার ব্লাস্টরোগ দেখা দিয়েছে। কৃষকরা ক্ষতিগ্রস্থ হলে তাদেরকে প্রণোদনার আওতায় এনে সরকারিভাবে সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।