অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের দীঘিরপাড় উত্তরপাড়া গ্রামে হতদরিদ্র ২ পরিবারের মশার কয়েলের আগুনে পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা দীঘির পাড় গ্রামের অজেত আলী মোল্লার ছেলে জহিরুল মোল্লার গুয়াল ঘরে গরুকে মশা থেকে বাঁচাতে মশার কয়েল জ্বালিয়ে দেন। পরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সেই মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো গোয়াল ঘরে আগুন ধরে যায়। এসময় গোয়ালে থাকা গরুসহ পুড়ে যায়। এরপর পাশের বাড়ির জাফর আলী শেখের ছেলে লতিফ আলী শেখের রান্না ঘর ও আগুনে পুড়ে যায়। সেই সাথে ৬ কাহন বিছালী ও ৪টি গাছ পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে ওই পরিবার ২টি অসহায় হয়ে পড়েছে।
ভুক্তভোগী জহিরুল কান্না জড়িত কন্ঠে জানান, আমি গরিব অসহায় কৃষক আমার গরুসহ গোয়ালঘর-রান্নাঘরসহ পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের এই অবস্থায় বেঁচে থাকাও দ্বায় হয়ে পড়েছে। এ ব্যাপারে ওই দুই পরিবার অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন করেছেন।
এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, মানবিক আর্থিক সহযোগিতা চেয়ে পরিবার দু’টি আবেদন করেছেন, সার্বিক বিবেচনায় তদন্ত করে যাতে আর্থিক সহযোগিতা করা যায় সে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত