যশোর অফিস
যশোরের অভয়নগর থেকে র্যাব-৬ এর সদস্যরা ১শ’ ৮ লিটার দেশি তৈরি মদসহ এক বিক্রেতাকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারস্থ সুপারিপট্টি জোয়ার্দ্দার বস্ত্রালয়ের পেছনের একটি ভবন থেকে মদসহ বিক্রেতা দেবদাস কুমার দাসকে আটক করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে।
আটক দেবদাস অভয়নগর উপজেলার বুইকারা এলাকার মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে। র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানাধীন নওয়াপাড়া বাজারস্থ সুপারিপট্টি জোয়ার্দ্দার বস্ত্রালয়ের পেছনের টিনশেড ভবনে অভিযান পরিচালনা করে। এসময় তারা দেবদাসকে আটক ও দেশি তৈরি ১শ’ ৮ লিটার বাংলা মদ উদ্ধার করে।