
নওয়াপাড়া অফিস : পারিবারিক বিবাদের জেরে শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে জামাইয়ের মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামে গত ২১ আগস্ট দুপুর বেলায়।
তথ্য সূত্রে জানা গেছে, ১১ বছর আগে স্থানীয় পুড়াখালি গ্রামের কৃষক ইনছান আলীর মেয়ে রিক্তা বেগমের (২৫) এর সাথে একই উপজেলার সরখোলা গ্রামের কৃষক গোলাম হোসেন ছেলে ইমন হোসেনের (২৮) পারিবারিক ভাবে বিবাহ হয়। তাদের ঔরসে ৮ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। ইমন হোসেন জানায়, তার শ^াশুড়ি নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া -ঝাঁটি লেগে থাকে। এর ধারাবাহিকতায় গত ঈদুল ফিতর নামাজের পরের দিন তার স্ত্রী পিতার বাড়ি চলে যায়। সেই থেকে তার স্ত্রী পরিবার থেকে বিচ্ছেদ হয়ে মেয়েকে নিয়ে স্ত্রীর পিতার বাড়িতে অবস্থান করছে। গত ২১ আগস্ট দুপুর বেলায় ইমনের ছোট ভাই সুমন হোসেন (২২) তার দামি মটরসাইকেল (লিফান কেপিআর) টি নিয়ে শিশু কন্যার জন্য পোষাক কিনে তার শ^শুর বাড়ি পুড়াখালি গ্রামে বেড়াতে যায়। এ সুযোগে তার শ্যালক ইসরাফিল ও তার সঙ্গীয় স্থানীয় দুইজন যুবক মিলে ইমনের মটরসাইকেলটি ভ্যানে করে নিয়ে আশপাশে কোথাও লুকিয়ে রাখে। অনেক খোঁজাখুঁজি করেও মটরসাইকেলটি পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ইমনের স্ত্রী রিক্তা বেগম ও শাশুড়ি রজিনা বেগম সংবাদিকে জানান, মটরসাইকেলটি তারা জামাইকে যৌতুক দিয়েছিলো। তারা ওই মটরসাইকেল চুরি করেনি। মেয়ে স্বামীর ঘরে ফিরে যাবে না বলে জোর করে মটরসাইকেলটি আটকে রেখেছেন।
স্থানীয় পাথালিয়া পুলিশ ক্যাম্পের সহকারি আইসি এস এই আলাউদ্দিন বলেন, ‘মেয়েকে শ^শুর বাড়ি পাঠাবে না। তাই তাদের যৌতুক দেওয়া মটরসাইকেল আটকে রেখেছে। এ ব্যাপারে আগামী ৩০ আগস্ট ক্যাম্পে শালিশি বৈঠক হবে।