
নওয়াপাড়া অফিস f অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায় যশোর- খুলনা মহাসড়কে চলন্ত বাসের ধাক্কায় এক মানষিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০ টায় এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শিরা জানান, শনিবার রাতে অজ্ঞতনামা(৩০) ওই মানষিক ভারসাম্যহীন এক ব্যক্তি খুলনাগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নূরুল হাসান বলেন, “রাজঘাট এলাকায় একজন পাগল যানবাহনের ধাক্কায় মারা গেছে তবে কোন যানবাহনের ধাক্কায় সে মারা গেছে তা কেউ বলতে পারেনি”
মৃত ওই ব্যক্তিকে রবিবার বিকালে পৌর সভার মাধ্যমে দাফন করা হয়েছে।