
নওয়াপাড়া অফিস : অভয়নগর উপজেলর সিদ্দিপাশা ইউনিয়নে নৌকা প্রতীকের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন ্ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কর্মীসভা জনসভায় রুপ নিচ্ছে।
উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা বলেন, সিদ্দিপাশা ইউনিয়ে প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। মাঠে কর্মী সভার ডাক দেওয়া হচ্ছে কিন্তু নেতা কর্মী ও ভোটারদের উপস্থিতিতে তা জনসভার রুপ নিচ্ছে। ইউনিয়নে এ পর্যন্ত ১৫ থেকে ২০টি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সবগুলো কর্মী সভায় ব্যাপক লোকের সমাগম ঘটেছে। রোবিবার ইউনিয়নের নাউলি বাজরে কর্মী সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ.লীগ নেতা ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুর রউফ মোল্যা, উপজেলা আ,লীগ নেতা শাহ মুকিত জেলানী,ইউপি সদস্য হাফিজুর রহমান, বাবুল হোসেন, বঙ্গবন্ধু স্মার্ট বাংলাদেশ এর জেলা নেতা শাকিল আহমেদ প্রমুখ।