নওয়াপাড়া অফিস : ঘরে ফেরাতে ব্যর্থ হয়ে স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামী বিষপান করেছে। সোমবার রাত সাড়ে দশটায় অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। হতভাগা ওই স্বামীর নাম আল মামুন (২২) সে ওই গ্রামের আমিনুর রহমান মোল্যার ছেলে।
জানা গেছে, সাত মাস আগে উপজেলার সিংগাড়ী গ্রামের আমিনুর মোল্যার পুত্র আল মামুনের সাথে নড়াইলের আউড়িয়া গ্রামের আজাহার শিকদারের মেয়ে জিনিয়া আক্তার আঁখি(২০) এর বিবাহ হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে তেমন বনিবনা ছিলনা। গত ২ মার্চ স্ত্রী জিনিয়া আক্তার আঁখি অনার্স পরীক্ষা দেবার জন্য শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যায়। পরে সে তার শশুর বাড়িতে ফিরে আসতে অস্বকৃতি জানায়। স্বামী আল মামুন তাকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করে। স্ত্রীকে ঘরে ফেরাতে ব্যর্থ হয়ে সোমবার রাত দশটায় সে নিজ ঘরে বসে স্ত্রীকে ভিডিও কলে রেখে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। আল মামুন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আল মামুনের মা লাভলী বেগম জানায়, আমার ছেলের বউ পিতার বাড়ি চলে গেছে। বৌকে ঘরে ফেরাতে না পেরে ছেলে বিষপন করেছে। ছেলের শ^শুর বাড়ির কেউ এখন পর্যন্ত আমার ছেলের কোন খোঁজ খবর নেইনি। শুনেছি আমার ছেলের বউ অন্য একজনের সাথে সম্পর্ক রয়েছে। যে কারনে সে ফিরে আসতে চায় না।
এ ঘটনার পর স্ত্রী জিনিয়া আক্তার আঁখির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শোভন কুমার বিশ্বাস জানান সোমবার রাতে আল মামুন নামের এক যুবক বিষপান করে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাকে প্রয়জোনিয় চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত