
যশোর অফিস : যশোর অভয়নগরে দেবাশীষ সরকারকে হত্যা ও ডাকাতি মামলায় ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পিবিআই। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় চার্জশিটে বিভিন্ন সময়ে আটক ৪ জনের অব্যহতির আবেদন করা হয়েছে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেয়ছেন পিবিআই’র তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক দেবাশীষ মন্ডল।
অভিযুক্ত আসামিরা হলো, খুলনা তেরখাদার মোকামপুর গ্রামের মোতালেব খাঁর ছেলে সেলিম খাঁ ওরফে শহিদুল খাঁ, যশোর সদরের চুড়ামনকাঠি গ্রামের আব্দুর রহমানের ভাগ্নি জামাই ও খুলনা তেরখাদার মধুপুর গ্রামের মৃত সাব্বির হোসেনের ছেলে ফেরদৌস হোসেন, খুলনা দৌলতপুর বনিকপাড়ার সিরাজের বাড়ির ভাড়াটিয়া ও মহেশ্বরপাশা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মনা ওরফে মুন্না, খুলনা আড়ংঘাটার তেলিগাতি রাজাপুর গ্রামের হোসেন আলীর ছেলে রানা শেখ ওরফে কালা রানা, দিঘলিয়ার চন্দনীমহল গ্রামের মুক্তার শেখের ছেলে নান্টু শেখ ও যশোর অভয়নগরের চলিশিয়া গ্রামের হারুন মোল্যার ছেলে ওয়াহিদুজ্জামান সুমন ওরফে শুটার সুমন ওরফে আক্কাচ।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ২৬ এপ্রিল ভয়য়নগরের চলিশিয়া গ্রামের দেবাশীষ সরকারের বাড়িতে গভীর রাতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির লোকজনকে মারপিট ও জিম্মি করে ৪ লাখ টাকা, সাড়ে ২১ ভরি সোনার গহনাসহ ১৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে গুরুতত আহত দেবাশীষ সরকার ও পরিবারের সদস্যরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দেবাশীষ সরকার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে নিহত দেবাশীষ দাসের ভগ্নিপতি অ্যাডভোকেট তপন কুমার বিশ্বাস অপরিচিত ব্যক্তিদের আসামি করে হত্যা ও ডাকাতির অভিযোগে অভয়নগর থানায় মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই তদন্তের দায়িত্ব পান।
মামলার তদন্তকালে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ডাকাতির সাথে জড়িত ব্যক্তিদের আটক ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। আটক আসামিদের মধ্যে ফেরদৌস ডাকাতির সাথে জড়িত ও অপর আসামিদের নাম উল্লেখ করে আদালতে জবানবন্দি দেয়। আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্যে হত্যা ও ডাকাতির সাথে জড়িত থাকায় ওই ৬ জনকে অভিযুক্ত কর আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় বিভিন্ন সময় আটক বিশ্বজিৎ পাল বিসু, রাজু আহম্মেদ, সেলিম হোসেন ও আক্কাচ আলীর অব্যহতির আবেদন করা হয়েছে। চার্জশিটে অভিযুক্ত শুটার আক্কাছকে পলাতক দেখানো হয়েছে।