নওয়াপাড়া অফিস : এবছর অভয়নগরে ১৩৪ মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ সব মণ্ডপে পূজা উপলক্ষে খরচ মেটনোর জন্য সরকাবি ভাবে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে নওয়াপাড়া কালিবাড়ি এ উপলক্ষে এক সভা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণ পদ দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ রণজিত কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান।
সভায় বক্তব্য রাখেন নওয়পাড়া পৌরসভার মেয়র ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, প্রসেনজিৎ দাস সঞ্জিব প্রমুখ।
সভা শেষে প্রত্যেক মণ্ডপে সরকারি অনুদান হিসাবে ৫০০ কেজি চাল দেওয়া হয়। এছাড়া এমপি রণজিত কুমার রায় এর ব্যক্তিগত তহবিল থেকে প্রতি মণ্ডপে নগদ ৫হাজার টাকা অনুদান প্রদান করা হয়।