নওয়াপাড়া অফিস : শিল্পকলা একাডেমি চালু করার লক্ষে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর আহবানে উপজেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের নের্তৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংস্কৃতিক জোটের সভাপতি সাংবাদিক সুনিল কুমার দাস, সাধারণ সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি, সহ সভাপতি গাজী ইকবাল করির, জোটের নেতা তিমির বরণ সরকার, লক্ষী রানী, মেহেদী হাসান কাদের, দেবাশীষ কুমার নান্টু প্রমুখ। সভায় উপজেলা শিল্প কলা একাডেমি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর)বিকালে এব্যারে পুনরায় সভা করে একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। জোটের নের্তৃবৃন্দ সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত