
নওয়াপাড়া অফিস : গুদামের তালা ভেঙ্গে গম চুরি সংক্রান্ত থানায় অভিযোগের ভিক্তিতে ঝটিকা অভিযানে চোরাই গমসহ ছয় চোরকে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার অথবা শুক্রবার গভীর রাতে নওয়াপাড়ার পাঁচকবর এলাকায় সিংহ গুদাম থেকে ওই গম চুরি হয়।
থানা ও বাদীর অভিযোগের ভিক্তিতে জানা গেছে, গত বৃহস্পতিবার অথবা শুক্রবার গভির রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পাঁচকবরস্থ সিংহ গোডাউনে প্রবেশ করে গোডাউনের হেজবোল্ড ভেঙ্গে কাভার্ড ভ্যানে করে গম চুরি হয়। যার পরিমান ৯২ বস্তা গম ওজন সাড়ে ৫ টন যার মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় গোডাউনের মলিকের অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ মেহেদী হাসান ও তার সহযোগি এসআই আবু বক্কার সিদ্দিক, এসআই বিমান তরফদার সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকাসহ পার্শ্ববর্তী কোতয়ালী থানাধীন বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামে অভিযান চালায়। পদ্মবিলা ইলা অটো রাইচ মিল এর সামনে থেকে চোরাই কাজে ব্যবহৃত ট্রাকসহ চোরাইকৃত ৯২ বস্তা গম যার ওজন সাড়ে ৫ টন উদ্ধার করে। এছাড়া গম চুরির সাথে সংশ্লিষ্ট ৬ চোরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো মোঃ ফিরোজ মোল্লা (২৮), মোঃ রিপন মোল্লা (২৪), মোঃ সাইদুল শেখ (২০), সাকিব হোসেন (২৬), মোঃ শফিকুল ইসলাম (২৮), ও মোঃ আজাহারুল ইসলাম (৪৯)।
থানার অভিসার ইনচার্য এবিএম মেহেদী মাসুদ বলেন, বাদীর অভিযোগের ভিক্তিতে চোরাই গমসহ ছয় চোর গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।