নওয়াপাড়া অফিস : অভয়নগর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমানের অকাল মৃত্যুতে উপজেলা আ.লীগ তার আত্মার মাগফেরাত কামনা করে রোববার বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা আ.লীগের সহসভাপতি শেখ আইয়ুব হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা,উপজেলা আ.লীগ নেতা শাহ মুকিত জেলানী, উপজেলা যুবলীগের আহবায়ক ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তালিম হোসেন প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত