নন্দিত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ১০১ ডিগ্রি জ্বর নিয়ে ফারুক এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন তার রক্ত সংক্রমণে জটিলতা দেখা দিয়েছে।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক কিডনি বিশেষজ্ঞ এবাদুর রহমান ও মেডিসিন বিশেষজ্ঞ নিকাশ শায়লার তত্ত¡াবধানে ফারুকের চিকিৎসা চলছে।
নায়ক ফারুকের স্ত্রী ফারহানা ফারুক গণমাধ্যমকে জানান, বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। করোনা টেস্টও করা হয়েছে। কোথাও তেমন খারাপ কিছু নেই। কিন্তু তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। জ্বর সারছে না। ১০১ ডিগ্রির নিচে নামছে না তাপমাত্রা। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ছে।
ফারুকের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে ফারহানা ফারুক বলেন, তার অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রæত উন্নত চিকিৎসা দিতে হবে। এ জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগও হচ্ছে। করোনার কারণে বর্তমানে বিদেশে যাতায়াতে অনেক জটিলতা আছে। এসব মোকাবিলা করে উনাকে দ্রæত সিঙ্গাপুরে নেয়ার চেষ্টা করছি আমরা। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ শ্রেষ্ঠ উদাহরণ : বা