
জন্মভূমি ডেস্ক : বলিউডের প্রবীণ অভিনেত্রী এবং সাবেক সংসদ সদস্য জয়া প্রদা। বেশ পুরনো একটি মামলায় জয়া প্রদাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন চেন্নাইয়ের আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ অভিনেত্রীকে।
ভারতীয় গণমাধ্যমে জানা যায়, চেন্নাইয়ের এক থিয়েটার কর্মচারীর দায়ের করা মামলায় শাস্তি দেয়া হয়েছে অভিনেত্রী জয়া প্রদাকে। চেন্নাইয়ে অভিনেত্রীর মালিকানাধীন একটি সিনেমা হল রয়েছে। যেটির নাম রাম কুমার এবং রাজা বাবু। আর সেই হলেরই কর্মীরা ইএসআই না পেয়ে আদালতের দ্বারস্থ হন। জয়া প্রদা যদিও বলেছিলেন কর্মীদের প্রাপ্য পরিশোধ করবেন। এমনকি আদালতে মামলা খারিজের জন্য আবেদনও করেছিলেন। কিন্তু তার আবেদনের বিরোধিতা করেন শ্রম দপ্তর। তারপরই বলি তারকাসহ অন্য তিন অভিযুক্তের সাজা হয়। আদালত অভিনেত্রী ছাড়া বাকি অভিযুক্তদেরও ৬ মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছে।