ক্রীড়া প্রতিবেদক : আমেরিকার মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেক হলো লিওনেল মেসির। তবে ম্যাচের প্রথম থেকে মাঠে নামেননি তিনি। মেসিকে নামানো হলো ম্যাচের ৫৪ তম মিনিটে। দর্শকদের উষ্ণ অভ্যর্থনা সঙ্গী করে আমেরিকান ফুটবলে পা রাখেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
ম্যাচের আগে থেকেই শোনা যাচ্ছিল, আমেরিকান ফুটবলে অভিষেক ম্যাচে শুরুর একাদশে থাকবেন না মেসি। শেষ পর্যন্ত সেটাই হলো। তবে মাঠে নেমেই নিজের ম্যাজিক দেখালেন মেসি। প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতালেন তিনি। খেলার একেবারে শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে গোল করেন লিওনেল মেসি।
১৬ বছর আগে ২০০৩ সালের ২১ জুলাই ডেভিড বেকহ্যামের অভিষেক হয়েছিল আমেরিকার ফুটবলে। ২০২৩ সালে একই দিনে মেসিরও অভিষেক হল। তারই সাক্ষী থাকতে মেসির অভিষেক ম্যাচে মাঠে প্রচুর তারকা উপস্থিত হয়েছিলেন। মেসিকে দেখার জন্য মায়ামি সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ ছিল।
শনিবার বাংলাদেশ সময় ভোরে ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নেমে ছিল ইন্টার মায়ামি। ম্যাচের প্রায় ৫৩ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মায়ামি লিগ কাপের ম্যাচে প্রথম মাঠে নামলেন মেসি। মেসির অভিষেকের দিন আমেরিকান ফুটবলে অভিষেক হয়েছে সার্জিও বুসকেটসেরও। মেসিকে মাঠে নামানোর প্রায় সঙ্গে সঙ্গেই তার সাবেক সতীর্থকেও মাঠে নামান ইন্টার কোচ টাটা মার্টিনো। প্রথম ম্যাচে মাঠে নেমেই শুরুতেই বিপদের মুখে পড়েন মেসি। প্রথমার্ধে এগিয়ে থাকা মায়ামি তার মাঠে নামার ১০ মিনিটের মাথায় লিড হারায়। তবে ঠাণ্ডা মাথায় দলকে জয় এনে দেন মেসি। অভিষেক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ৬ ম্যাচ পর দলকে জয়ের আনন্দে ভাসান মেসি।
তিনি যখন নামেন তখন ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে ছিল। ৬৫ মিনিটে গোল শোধ করে আজুল। শেষ পর্যন্ত মেসির গোলে জিতে মায়ামি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত