
ক্রীড়া প্রতিবেদক : টেস্ট দলে তিনি প্রায় নিয়মিত। তবে ওয়ানডে অভিষেক হলো আজই। অভিষেক ম্যাচে প্রথম ওভারেই ঝলক দেখালেন খালেদ আহমেদ।
কিউই ইনিংসের অষ্টম ওভারে খালেদের হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন দাস। প্রথম বলে বাউন্ডারি হজম করলেও এরপর দারুণভাবে লাইন ফিরে পান খালেদ। পঞ্চম বলে তিনি স্কয়ার লেগে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানান অনেকটাই সেট হয়ে যাওয়া চাদ বয়েসকে (১৯ বলে ১৪)।
৩৬ রানে তৃতীয় উইকেট হারিয়েছে সফরকারী দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৫৬ রান। হেনরি নিকোলস ২০ আর টম ব্লান্ডেল ৬ রানে অপরাজিত আছেন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে টস জিতেছেন কিউই অধিনায়ক লুকি ফার্গুসন। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো হয়নি কিউইদের। ম্যাচের প্রথম ওভারে মুস্তাফিজের প্রথম বলেই স্ট্রেইট ড্রাইভে চার মেরে ভালো শুরুরই আভাস দিয়েছিলেন কিউই ওপেনার ফিন এলেন। সে ওভারে দৌড়ে আরও এক রান নেয়ার পর দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের করা প্রথম বলেও একটি চার মারেন এলেন। একদিকে এই কিউই ওপেনার ভালো শুরু করলেও অপরপাশে থাকা উইল ইয়াং হাত খুলে খেলতে পারছিলেন না।
আর ৮ বল খেলে রানের খাতা খুলতে না পারা ইয়াং ই ফিরেছেন মুস্তাফিজের শিকার হয়ে। তৃতীয় ওভারে টাইগার পেসারের করা বলে ব্যাটের কোণায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। আর তা সফলভাবেই লুফে নেন অধিনায়ক।
এলেন ফেরার পর ক্রিজে আসেন চ্যাড বোওস। এদিকে আজ শুরু থেকেই মারমুখী ছিলেন এলেন। তবে খুব বেশিদূর এগোতে পারেননি তিনি। মুস্তাফিজের করা ম্যাচের সপ্তম ওভারের প্রথম বলেই স্লিপে সৌম্য সরকারের ক্যাচ হয়ে সাজঘরে ফিরেছেন তিনি, আউট হওয়ার আগে ১৫ বল খেলে ২ চারে করেছেন ১২ রান।