নওয়াপাড়া অফিস
যশোরের অভয়নগরে সন্ত্রাসীহামলায় ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালজয়ী পত্রিকার অভয়নগর প্রতিনিধি সাংবাদিক কাজী মোহাম্মদ আলী (৪২) গুরুতর আহত হওয়ার ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে। পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে দু’জনকে গ্রেফতার করেছে। এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টার সময় উপজেলার নওয়াপাড়া প্রাণী সম্পদ আফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক কাজী মোহাম্মদ আলী নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় কাজী মোহাম্মদ আলীর মা জাহানারা বেগম বাদী হয়ে গত শুক্রবার রাত ১২টার দিকে ছয়জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন উপজেলার বুইকরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে নওয়াপাড়া পৌরযুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবু, একই গ্রামের ইউসুফ সরদারের ছেলে সোহেল সরদার, নওয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মানু, বুইকরা গ্রামের আ: রশিদের ছেলে নওয়াপাড়া পৌর ৪ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিশান আহম্মেদ জয়, একই গ্রামের জুলু ড্রাইভারের ছেলে শাহ আলম ও আ: রবের ছেলে ইমন হোসেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, আহতের মা থানায় গত শুক্রবার রাতে মামলা করেছে। র্যাবের সহযোগিতায় ওই রাতেই বিল্লাল আহমেদ ও সোহেলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছি।