
ডেস্ক রিপোর্ট : জাতীয় উন্নয়ন পরিকল্পনার সাথে সংগতি রেখে মাস্টার প্লান অনুযায়ী কর্যক্রম পরিচালিত হচ্ছে মোংলা সমুদ্র বন্দরে। চলতি অর্থ বছরের সাড়ে চার মাসে ৪৪ লক্ষ মেট্রিক টন পন্য আমদানি হয়েছে মোংলা বন্দর দিয়ে।
বন্দর সুত্রে জানা যায়, এক সময়ের মৃত বন্দর এখন আন্তর্জাতিক ও লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে সমুদ্র বন্দর মোংলা। গত বছরগুলো তুলনায় দেশের আমদানীকৃত পন্য বোঝাই কন্টেইনার আমদানি হয়েছে বেশী। ২০২৪-২৫ অর্থ বছরের ১২ মাসে যেখানে ২০ হাজার টিউজ কন্টেইনার আমদানি হয়েছে, সেখানে চলতি অর্থ বছরের সাড়ে ৪ মাসে ১৩ হাজার ৮৪৪ টিউজ কন্টেইনার আমদানি-রপ্তানি হয়েছে। পন্য বোঝাই ৩২৪টি বানিজ্যিক জাহাজ আগমন হয়েছে। বিদেশী রিকন্ডিশন গাড়ী আমদানি হয়েছে ৪ হাজার ১৩৯টি। এ বন্দর দিয়ে সর্বমোট পন্য আমদানি-রপ্তানি হয়েছে ৪৪ লক্ষ মেট্রিক টন। সরকারের সহায়তায় আর ব্যবসায়ীদের প্রচেষ্টায় গত অর্থ বছরের তুলনায় আমদানি-রপ্তানিতেও সফলতা আনতে চাচ্ছে বন্দরটি। ২০২৪-২৫ অর্জন শেষে ২০২৫-২৬ অর্থ বছরে বেশী রাজস্ব অর্জনের পরিকল্পনা বন্দর কর্তৃপক্ষের। বন্দর ও সরকারের গ্রহন করা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বন্দর উন্নয়নের পাশাপাশি বন্দরের আয় করা রাজস্ব দিয়ে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ন অবদান রাখবে সম্ভাবনাময় এ সমুদ্র বন্দর মোংলা।
মোংলা বন্দর কর্তৃপক্ষর উপ পরিচালক মোঃ মাকরুজ্জামান বলেন, ৯০ দশকে সমুদ্র বন্দরটি মৃত বন্দরে পরিনত হয়েছিল। চ্যানেল নাব্যতা হারিয়েছিল, ফলে পন্য নিয়ে জাহাজ আসতে পারতো না। আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরাও মুখ ফিরিয়ে নিয়েছিল এ বন্দর থেকে। সেই মৃত বন্দর আজ আন্তজার্তিক মানের বন্দরে রুপান্তিত হয়েছে। কর্মচাঞ্চল্য ফিরেছে এ বন্দরে। জাহাজ আসছে, দেশ-বিদেশী ব্যবসায়ীরাও এ বন্দর ব্যবহার করছে। তাই সরকার ও বন্দরের গ্রহনকরা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বন্দর উন্নয়নসহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপুর্ন অবধান রাখবে মোংলা সমুদ্র বন্দর।

