অভিজিৎ কুমার মন্ডল
অর্থ সঞ্চয় করবো মোরা
গড়বো সোনার দেশ,
সুজলা সুফলা শস্য শ্যামলা
রূপের যে তার নাইকো শেষ।
মিতব্যয়ী হবো মোরা
করবো নাকো অপচয়,
সম্পদে সমৃদ্ধ হবে দেশ
জানবে তুমি নিশ্চয়ই।
অর্থ অনর্থের মূল
প্রবাদ বাক্যতে আছে,
অর্থ কড়ি বেশি হলে
মন প্রমোদেতে নাচে।
মুখে মুখে অনেকে
টাকাকে তুচ্ছ করে,
টাকার জন্য সর্বক্ষেত্রে
পরিশ্রম করে মরে।
সুখে শান্তিতে থাকতে গেলে
মনে রেখো ভাই,
টাকার মত বিকল্প আর
ত্রিভুবনে নাই।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত