সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
জন্মভূমি রিপোর্ট : আসন্ন খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক মহানগরীকে একটি আধুনিক পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গড়ে তুলতে সকলের সহযোহিতা কামনা করে বলেন, মহানগরীতে যে উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়েছে, তা সম্পন্ন হলে আধুনিক নগরীর চিত্র অনেকাংশ ফুঁটে উঠবে। সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে আক্ষ্যায়িত করে তিনি বলেন, বস্তুনিষ্ট সাংবাদিকতা জাতির প্রত্যাশা। একটি ভুল বা উদ্দেশ্যমূলক সংবাদ সারাজীবনের অর্জনকে ধুলিস্বাৎ করে দেয়। এ ব্যাপারে সাংবাদিকদের আরো সতর্ক থাকতে হবে। তালুকদার খালেক আরো বলেন, বিগত দিনে খুলনার স্বার্থে আমি বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ করেছি। আমার নিজের স্বার্থে কিছুই করিনি। পুনরায় মেয়র নির্বাচিত হলে খুলনার সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।
শনিবার বিকেল ৫টায় খুলনার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন। স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটির আয়োজনে শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও খুলনা প্রেসক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম। সদস্য সচিব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ফারুক আহম্মেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
খালেক বলেছেন, সাংবাদিকরা সমাজের সচেতন ব্যক্তি। আর তারাই মেয়র প্রার্থী হিসেবে আমার পক্ষে সংবাদ প্রচার-প্রচারণায় নেমেছেন এটা আমার জন্য বড় পাওয়া। তিনি বলেন, খুলনার উন্নয়নে আমরা এক এবং অভিন্ন। বিগত দিনে খুলনার স্বার্থে আমি বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ করেছি। আমার নিজের স্বার্থে কিছুই করিনি। অসমাপ্ত কাজ সম্পন্ন হলে খুলনার চিত্র পাল্টে যাবে। পুনরায় মেয়র নির্বাচিত হলে খুলনার সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।
সভায় বক্তৃতা করেন স্বাধীনতা সাংবাদিক ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, মোহাম্মদ আলী সানি, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মোঃ তরিকুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, আমির সোহেল। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে সকালে তিনি নগরীর ৩০নং ওয়ার্ডের রূপসা বাজার এলাকায় গণসংযোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন তুরান, আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তিনি সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১ম ও ২য় ফেজের বাসিন্দাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফ আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সোনাডাঙ্গা ৩য় ফেজের সাধারণ সম্পাদক এস এম শামীমুজ্জামান শামীমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, সাবেক পুলিশ কর্মকর্তা মো. লোকমান হোসেনসহ এলাকার গণমান্যব্যক্তিবর্গ।
পরে তিনি রাতে নগরীর আইডিইবি ভবনে মাগুরা জেলা কল্যাণ সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন।