জন্মভূমি ডেস্ক : একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ফের ক্যানসার আক্রান্ত। কয়েক দিন আগে গুঞ্জন ওঠে। দেশের সংবাদমাধ্যমগুলোতেও উঠে আসে বিষয়টি। এ নিয়ে মুখ খুললেন সাবিনা ইয়াসমিন। গুঞ্জনটি মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি অনুরোধ করলেন গুঞ্জন ছড়ানো থেকে বিরত থাকার।
সংবাদমাধ্যমকে দেওয়া এক অডিও বার্তায় সাবিনা ইয়াসমীন বলেন, ‘আমি আপনাদের সাবিনা ইয়াসমিন। দর্শক এবং ভক্তদের কয়েকটা কথা বলতে চাই। প্রতিবছরই নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার চেকআপে এসে আমার দাঁতে একটু সমস্যা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি আমার দাঁতে ছোট একটি সার্জারি হয়; যা সফল হয়।’
এরপর বলেন, ‘চিকিৎসকের সঙ্গে আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট ১৫ মার্চ। সে পর্যন্ত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকব। এরপর চিকিৎসক যেভাবে বলবেন, সেভাবেই চলব। পরে আপনাদের দোয়ায় দেশে ফিরব, ইনশা আল্লাহ।’
এর আগে সাবিনার ক্যানসারাক্রান্তের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যানসার সেন্টারে নেওয়া হয়েছে। এরই মধ্যে একটি সার্জারি সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই দেওয়া হবে রেডিওথেরাপিও। এ ছাড়াও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ৬৯ বছর বয়সী এই কিংবদন্তি গায়িকা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত