ডেস্ক নিউজ : অস্কার জয়ের মাধ্যমে সারা ভারতবর্ষকে গর্বিত করেছিলেন খ্যাতিমান সংগীতশিল্পী ও সুরকার এআর রহমান। সম্প্রতি তার এই জয় নিয়ে এক বিশেষ মন্তব্য করেছেন সংগীত মায়েস্ত্রো। যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে চর্চা। তাই তো আক্ষেপের সুরে এআর রহমান বলে উঠলেন, তার অস্কার জয়ে এখন আর কারও কিছু আসে-যায় কি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান জানান, নিজেকে নিয়ে নতুন করে প্রমাণ করার কোন তাগিদ নেই তার। তাই ক্যারিয়ারের এই বাঁকে দাঁড়িয়ে বেছে বেছে কাজ করতে আগ্রহী তিনি।
এই শিল্পীর কথায়, ‘অনেক বছর আগে আমি অস্কার জিতেছিলাম। কিন্তু, এখন তা নিয়ে কারও কিছু আসে-যায় কি? আমি সেই কাজগুলোই করছি, যেগুলো আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
২০০৯ সালে স্লামডগ মিলিয়নেয়র ছবিতে সংগীত পরিচালনার জন্য অস্কার জেতেন এ আর রহমান। সুরকার ওই সাক্ষাৎকারে জানান, এখন নতুন কাজের প্রস্তাবের ক্ষেত্রে দু'টি বিষয় তার অপছন্দ।
সেগুলো কী, জানিয়ে রহমান বললেন, ‘কাজের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া এবং পরিচালকদের তরফে আমাকে ভুল পথে নেওয়ার প্রবণতা। অদ্ভুত বা বিদঘুটে গানের লিরিক দেওয়া হলে নিজেকেই প্রশ্ন করি,পরবর্তীতে কি আমি মঞ্চে এই গানটা গাইতে পারব?’ তাই পছন্দ না হলে সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন বলেই জানান এ আর রহমান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত