ক্রীড়া প্রতিবেদক : চলমান ওয়ানডে বিশ্বকাপের ১৪তম ম্যাচে মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। এবারের বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিদের। অন্যদিকে ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কারও। দুটি দলই আসরের নিজেদের প্রথম দুটি ম্যাচে হেরেছে। ফলে প্রথম জয়ের খোঁজে আজ লখনৌতে শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে মুখোমুখি দুদল। এমন ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুসাল মেন্ডিস।
এই দুই দলের দলীয় শক্তিমত্তা, ইতিহাস, পরিসংখ্যান, মুখোমুখি সাক্ষাৎ সবদিক থেকেই এগিয়ে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বকাপে এ পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। এর মধ্যে ৮টিতেই জিতেছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা জিতেছে ২ বার, অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। তবে এই পরিসংখ্যানের মধ্যেও একটা ‘কিন্তু’ আছে। অসিদের বিপক্ষে শ্রীলঙ্কার যে ২টি জয়, তার একটি ‘ওয়াকওভার’ সূত্রে।
এ দিকে বিশ্বকাপের ময়দানে স্বাগতিক ভারতের বিপক্ষে ৬ উইকেটের হার দিয়ে যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়া। দলটি দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে হেরেছে ১৩৪ রানে। আর শ্রীলঙ্কা নিজেদের প্রথম দুই ম্যাচে তিন শতাধিক রান করেও জয়ের দেখা পায়নি। চোটপ্রবণ লঙ্কান ডেরা থেকে ছিটকে গেছেন অধিনায়ক দাসুন শানাকা। তাতে বেশ অস্বস্তিতে রয়েছে এশিয়ার দেশটি।
অস্ট্রেলিয়া একদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক।
শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, দুনিথ বেলালাগে, মহেশ থিকশানা, দিলশান মাদুসাংকা, লাহিরু কুমারা।