
বিজ্ঞপ্তি : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহানগর শাখার সাংগঠনিক সভা, মানবিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল বৃহস্পতিবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সভাপতি গাজী আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলুর সঞ্চালনায় সভার শুরুতে ২০২৩-২৪ মেয়াদের উপদেষ্টা প্যানেল এবং নির্বাহী পরিষদের সদস্যদের পরিচয়পত্র ও সার্টিফিকেট হস্তান্তর করা হয়। সভা থেকে সংগঠনের নিয়মিত মানবিক কার্যক্রম হিসেবে অস্বচ্ছল একজন পত্রিকা সরবরাহকারীকে নতুন একটি বাইসাইকেল প্রদান করা হয়।
সভার দ্বিতীয় পর্বে সংগঠনের মহানগর হাজ¦ী সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সংগঠনের হাজ¦ী সদস্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার ও ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, রোটাঃ সরদার আবু তাহের, মোঃ হুমায়ুন কবির বালী, কাজী কামরুল ইসলাম কচি ও মোঃ রবিউল আলম। এসময় হাজ¦ীদের নিয়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন সংগঠনের মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।