
বটিয়াঘাটা অফিস : খুলনার বটিয়াঘাটা উপজেলায় কাজিবাচা নদী সংলগ্ন কচুবুনিয়া তেতুলতলা এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) লুৎফুল কবির নওরোজের মৃতদেহ উদ্ধারের পর সোমবার থানায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী জেসমিন নাহার বাদী হয়ে অজ্ঞাত নামা কয়েক জনের বিরুদ্ধে এ মামলা করেন। বটিয়াঘাটা থানার মামলা নম্বর ৮ তারিখ ১৭/৭/২৩। গত রোববার সন্ধ্যায় রিয়া হ্যাচারির পুকুর থেকে ভাসমান লাশ নৌ-পুলিশ উদ্ধার করে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর বলেন, মামলাটি নৌপুলিশ তদন্ত করছে। লাশের ময়না তদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তবে মামলার সাথে জড়িত থাকার সন্দেহে এখনও কেউকে গ্রেফতার করা যায়নি।