
বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করা লক্ষ্যে জেলা আইনজীবী সমন্বয় পরিষদের মেয়র নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু ভবনের ১নং হলে জেলা পিপি এ্যাড. এনামুল হককে আহ্বায়ক এবং এ্যাড. কে এম ইকবাল হোসেনকে সদস্য সচিব করে ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. সাজ্জাদ আলী এবং এ্যাড. তমাল কান্তি ঘোষের পরিচালনায় সভায় এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. আহম্মেদুল হক পিলু, এ্যাড. মো. সাইফুল ইসলাম, এ্যাড. এম এম মুজিবুর রহমান, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. পারভেজ আলম খান, এ্যাড. কাজী আবু শাহিন, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, এ্যাড. বিজন কৃষ্ণ মন্ডল, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. আব্দুল লতিফসহ অন্যান্য আইনজীবীদের নিয়ে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।