বিজ্ঞপ্তি : খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের এক সভা বুধবার বেলা দেড়টায় সমিতির কার্যনির্বাহী পরিষদ কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ্যাড: মো: সাইফুল ইসলাম। পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাড: এস,এম, তারিক মাহমুদ তারা। উক্ত সভায় সমিতির বার্ষিক নৈশ ভোজ এবং অন্যান্য বার্ষিক কার্যক্রম অনুষ্ঠান সম্পাদনের লক্ষ্যে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ কে,এম মিজানুর রহমান, এড: শিরিন আক্তার পপি, এড: তমাল কান্তি ঘোষ, এড: কাজী সাইফুল ইমরান, এড: মো: আসাদুজ্জামান গাজী মিল্টন, এড: ওমর ফারুক রনি, এড: সরদার আশরাফুর রহমান দিপু, এড: এস,এম আব্দুস সাত্তার, এড: প্রজেশ রায়, এড: মো: মনিনুর ইসলাম মনির, এড: সাবিরা সুলতানা হ্যাপি, এড: খাদিজা আক্তার টুলু।