জন্মভূমি ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌসুলি কারিম খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। তবে এতে তারার বিচলিত নয় বলে মন্তব্য করেছে আইসিসি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসির পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারির দু’মাস পর এখন মস্কো এই আন্তর্জাতিক আদালতের প্রধান আইনজীবী কারিম খানের বিরুদ্ধে একই ধরনের পাল্টা ব্যবস্থা নিলো।
স্থানীয় সময় শনিবার (২১ মে) আদালতের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের অপরাধের কারণে জবাবদিহিতা নিশ্চিত করার আইনি ম্যান্ডেটকে খাটো করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আইসিসির জারি করা পরোয়ানাকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে। এদিকে, রাশিয়া আইসিসির সদস্য নয়।
কারিম খান একজন ব্রিটিশ আইনজীবী। গত মার্চ মাসে তিনিই প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পুতিনকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়।
রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে তিনি ইউক্রেন থেকে শিশুদের অবৈধ উপায়ে রাশিয়াতে সরিয়ে নিয়েছেন। এ সময় রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া এলভোভা-বেলোভার বিরুদ্ধেও একই অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
কিয়েভে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর ১৬ হাজারেরও বেশি শিশুকে তাদের দেশ থেকে জোরপূর্বক রাশিয়াতে নিয়ে গিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে।
তারা বলছেন, রাশিয়া এমন কিছু নীতি গ্রহণ করেছে যাতে শিশুদের জোর করে রাশিয়ার নাগরিকত্ব নিতে বাধ্য করা হচ্ছে। এরপর তাদের দত্তক দেয়ার মাধ্যমে তারা যাতে পাকাপাকিভাবে রাশিয়ায় থেকে যায়- সেই ব্যবস্থা করছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত