জন্মভূমি ডেস্ক : এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন সাকিব। তার সঙ্গে মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন রুয়ান্ডার অলরাউন্ডার হেনরিয়েট ইশিমওয়ে।
ঘরের মাঠে পুরো মার্চজুড়ে ব্যাটে-বলে শাসন করেছেন সাকিব আল হাসান। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আলো ঝলমলে পারফরম্যান্সের কারণে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’- এর সংক্ষিপ্ত তালিকায় ছিল বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের নাম। পুরস্কারটাও উঠলো সাকিবের হাতেই, আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।
মাসসেরার পুরস্কার জেতার দৌড়ে সাকিব পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন সাকিব। গত বছরের জুলাইয়ে প্রথমবারের মতো এই পুরস্কার জেতেন তিনি। সাকিবের সঙ্গে মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন রুয়ান্ডার অলরাউন্ডার হেনরিয়েট ইশিমওয়ে।