ফুলতলা প্রতিনিধি : সাবেক মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করে। শেখ হাসিনার সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তূকী মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। তিনি আরও বলেন, কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষকদের উন্নয়নের জন্য যুগান্তরকারী সব পদক্ষেপ গ্রহণ করেছেন। শেখ হাসিনার সঠিক নির্দেশনায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের কৃষি উৎপাদনের এই ধারাকে অব্যহত রাখতে হবে। বুধবার দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে আয়োজিত জাতীয় ইদুর নিধন অভিযানের উদ্বোধনী ও প্রান্তিক কৃষকদের বিনামুল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, এস মৃনাল হাজরা, এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, রনজিৎ কুমার, ডা. তৌহিদুল ইসলাম, মোঃ শাহীন আলম, শাহানাজ বেগম, তাসনিম আরা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। অত্র প্রকল্পের আওতায় উপজেলার ১৪শ’ কৃষকের মাঝে প্রতিজনকে ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার ও ১ কেজি সরিষার বীজ বিতরণ করা হবে।