খানজাহান আলী থানা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর ষোষিত মাসব্যাপি শোক দিবসের কর্মসূচির অংশহিসাবে ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এম.পি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং গণতন্ত্র বিরোধী চক্র এখন নানাভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশকে পিছিয়ে দিতে অস্থিতিশীল করতে অগ্নি সন্ত্রাসসহ বিভিন্ন ষড়যন্ত্র করছে। তিনি বলেন স্বাধীনতা বিরোধী শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করে লাল সবুজের পতাকা ম্লান করে দিতে চেয়েছিল। কিন্তু তারা জানতো না জীবিত মুজিবের থেকে মৃত মুজিব আরো শক্তিশালী। তাই তারা সফল হতে পারিনি জননেত্রী শেখ হাসিনার যোগ্য আর দক্ষ নেত্রীত্বে দেশ আজ স্বয়ংসম্পুর্ণ। বঙ্গবন্ধুর যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিল তার সুযোগ্য জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করতে চলেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর হতে চলেছে। তিনি বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আগামী জাতিয় সংসদ নির্বাচনে শোককে শক্তিতে পরিনত করে আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে। তিনি রোববার বিকাল ৪টায় আফিলগেটস্থ ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সম্মানিত অতিথি ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দ, মহানগর সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, বি,এম এ ছালাম, মহানগর যুগ্ন সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, খানজাহান আলী থানা সভপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান।
৩৬নং ওয়ার্ড সভাপতি খান মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী ও রেজোয়ান আকুঞ্জি রাজার যৌথ সঞ্চালনায় শোকসভায় বক্তৃতা করেন ফুলতলা উপজেলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, মৃনাল হাজরা, মোড়ল আনিসুর রহমান, মো. সাহাবুদ্দিন আহমেদ, খ.ম লিয়াকত আলী, কাজী জাকারিয়া রিপন, মোড়ল হাবিবুর রহমান, মাষ্টার শাহজাহান হাওলাদার, সুরুজ্জামান হানিফ, শেখ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের সদস্য মো. সাইফূল ইসলাম বাবু, এ্যাড. শাহারা ইরানী পিয়া, মুন্সি শামিম, শেখ মফিজুর রহমান, কানিজ রোকাইয়া পারভীন, রাসেল সরদার, মহানগর ছাত্রলীগ নেতা শেখ ফারহান অভি, মো. হাফিজুর রহমান, ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা, খানজাহান আলী থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিল। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।