জন্মভূমি রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মূশের্দী। গতকাল (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথে তিন উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিকালে ফরম জমা দেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম মৃর্শেদী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেখানো পথই আমার কাছে রাজনীতি। কোনো পার্থিব লোভে রাজনীতি করি না। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে রাজনীতির মাধ্যমে খুলনা-৪ আসনের ভাগ্যোন্নয়নে ঘটাতে চাই। রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার শিক্ষা-সংস্কৃতি আর অর্থনীতির তীর্থভূমি বানানোর স্বপ্ন দেখি। বঙ্গবন্ধু কন্যা আবারো আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিবেন বলে আমি বিশ্বাস করি। বিগত দিনে আমার উপর যে দায়িত্ব দিয়েছিলেন তার প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন করেছি। তাই দলীয় মনোনয়ন পেলে নেতাকর্মীদের ভালবাসায় বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জাতির পিতার আদর্শ সমুন্নত রাখতে কাজ করব।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ফ. ম আব্দুস সালাম, মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফ. ম অহিদুজ্জামান, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন,রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আরিফুর রহমান,সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান শেখ,বাছিতুল হাবিব প্রিন্স,রাজা মিয়া, আ. রাজ্জাক শেখ, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, আনজুয়ারা সুমি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রূনা, যুবলীগের হাবিবুর রহমান তারেক, মাসুম মোরশেদ, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল, বাবর আলী, মাসুম সরদার, রিনা পারভীনসহ রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন সালাম মূশের্দী এমপি
Leave a comment