জন্মভূমি রিপোর্ট : খুলনা বিভাগের ৩৬টি সংসদীয় আসনের মধ্যে ২২টিতে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৭ নারী। এর মধ্যে যশোর-২ আসনে রয়েছেন মঞ্জুনাহার নাজনীন সোনালী, সাবিনা রহমান খান, যশোর-৪ আসনে মাহমুদা জামান, যশোর-৫ আসনে নাজমা খানম এবং যশোর-৬ আসনে রয়েছেন নওরীন সাদেক।
খুলনা-১ আসনে রয়েছেন গ্লোরিয়া ঝর্না সরদার, খুলনা-৩ আসনে বর্তমান শ্রম বিয়ষক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য ফাতেমা জামান সাথী, খুলনা-৫ আসনে চৈতালী হালদার, সাতক্ষীরা-১ লায়লা পারভীন, সাতক্ষীরা-২ শামীম পারভীন রত্না ও সাতক্ষীরা-৪ আসনে মাসুদা খানম।
নড়াইল-১ আসনে রয়েছেন চৈতি রানী, নড়াইল-২ আসনে শামীমা সুলতানা ও ফারহানা রেজা।
কুষ্টিয়া-৩ আসনে লায়লা আরজুমান বানু, কুষ্টিয়া-৪ আসনে সুলতানা তরুন।
মেহেরপুর-২ আসনে নুরজাহান বেগম, মাগুরা-১ আসনে ইসমত আরা হ্যাপি, ঝিনাইদহ-১ আসনে সামছুর নাহান শিমলা, ঝিনাইদহ-২ থেকে খালেদা খানম, পারভীন জামান, ঝিনাইদহ-৪ শামীম আরা মান্নান, চুয়াডাঙ্গা-১ শিরিন নাঈম, আফরোজা পারভীন, বাগেরহাট-৩ হাবিবুন নাহার এবং বাগেরহাট-৪ আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন শারমিন সুলতানা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত