
বিজ্ঞপ্তি : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সম্প্রতি বিএনপির নারী নেত্রীদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও ধৃষ্টতামূলক মন্তব্য করে রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন করেছেন উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিএনপি নেতৃবৃন্দ। সোমবার বিএনপি মিডিয়া সেল প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হাছান মাহমুদের এই মন্তব্য আওয়ামী লীগের নারীবিদ্বেষী রাজনীতিরই বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের নেতাদের এরূপ কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে তাদের তৃণমূল এবং তাদের ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ধর্ষণ ও যৌন হয়রানির মতো ভয়াবহ অপরাধে জড়িত হচ্ছে। হাছান মাহমুদ সরকারের মন্ত্রী পদে থাকার এবং রাজনীতিতে অংশগ্রহণ করার নৈতিক যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তার সম্পর্কে আওয়ামী লীগের মরহুমা নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী বলেছিলেন, ‘ওর মতো বেয়াদব আমি আর দেখিনি। সে স্মরণকালের শ্রেষ্ঠ বেয়াদব।’ অবিলম্বে বিএনপি নেতারা হাছান মাহমুদের কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে দেশের সকল নারীর কাছে ক্ষমা চাওয়ার জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।