
জন্মভূমি ডেস্ক : আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। বুধবার (১২ জুলাই) দুপুর দেড়টা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। বৃষ্টিকে উপেক্ষা করে নেতারাকর্মীরা দলে দলে আসছেন সমাবেশস্থলে।
গুলিস্তান, ফকিরাপুল, শাপলা চত্বর, কমলাপুর, মুগদা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে আসছেন। তাদের হাতে শান্তি সমাবেশের ব্যানার-ফেস্টুন চোখে পড়েছে। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বাস-পিকআপে করে দলটির হাজারো নেতাকর্মী সমাবেশে আসছেন।
নেতাকর্মীরা দলীয় নেতা ও নিজ নিজ স্থানীয় নেতার পক্ষে স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানে মুখর হয়ে উঠেছে বায়তুল মোকাররম এলাকা।
বিকাল তিনটায় জাতীয় মসজিদ বায়তুল মোকারামের দক্ষিণ গেটে এই সমাবেশ হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করেছে।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
সমাবেশে আরও বক্তব্য দেবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
ইতোমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা ও মহানগর আওয়ামী লীগের নেতারা সেখানে উপস্থিত হয়েছেন।