
ফুলতলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, মোঃ আসলাম খান, শেখ রওশন আলী, মোশাররফ হোসেন মোড়ল, মোঃ শওকত আলী আকুঞ্জী, এস এম মোস্তাফিজুর রহমান, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, ইসমাইল হোসেন বাবলু, আলী আজম মোহন, মোল্যা দলিল উদ্দিন, শহীদুল ইসলাম মোল্যা, শেখ ফরহাদ হোসেন, খুরশীদ আলম মোড়ল, শাপলা সুলতানা লিলি, সুমন মোল্যা, এসকে সাদ্দাম হোসেন প্রমুখ। সভায় আগামী ২৩ জুন সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বিকেল ৫টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত