যশোর অফিস : যশোরের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের অকর্মকান্ডকে যেমন বাদ দিতে পারবে না, তেমনি তাকেও বাদ দিতে পারবে না। তার কর্মকান্ড যে ভাবে বেচে থাকবে, সেভাবে তিনিও বেঁচে থাকবেন। তিনি তার কর্মের মাধ্যমে জনগণের মাঝে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। তার জীবদ্দশায় যা কিছু করেছেন, সাধারণ মানুষের কল্যাণের জন্য করেছেন। তিনি বাংলাদেশে নতুন রাজনীতির ধারার সূচনা করে গেছেন। তার রাজনীতি ছিল, উন্নয়ন, উৎপাদন, জনগণের গণতন্ত্রের ও সবার জন্য উন্নয়নের রাজনীতি যেটি জনগণ গ্রহণ করেছে বলে আওয়ামী লীগ বিএনপির চেয়ে অনেক প্রাচীনতম রাজনৈতিক দল হয়েও যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবার জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কাছে পরাজিত হয়েছে। আজকে যারা ক্ষমতায় তারা গণতন্ত্রকে জবাই করেছিল, আর জিয়াউর রহমান সেই জবাই করা গণতন্ত্রের গোরস্থানের ওপর থেকে বহুদলীয় গণন্ত্রের বাগান রচনা করেছেন।
জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিডি হল মিলনায়তনে জেলা আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, লেখক ও গবেষক বেনজীন খান, নগর সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, আঞ্জারুল হক খোকন, এম তমাল আহমেদ, মোঃ রবিউল ইসলাম, মোস্তফা আমির ফয়সাল, মোঃ রাজিদুর রহমান সাগরসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।