
বিজ্ঞপ্তি : খালিশপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য শেখ অহিদুর রহমান জিন্নাহ মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বড়বয়রা বাঁশতলা এলাকায় নিজস্ব বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, নাতি-নাতি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় বড়বয়রা বকুলতলা আল-আকসা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুর সংবাদ পেয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহত পরিবারের পাশে যান। নেতৃবৃন্দ এসময়ে তাদের ধৈর্য্য ধারণের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, শেখ ফারুক হাসান হিটলু, এ কে এম সানাউল্লাহ নান্নু, মনিরুল ইসলাম বাশার, আজগর বিশ^াস তারা, কাজী এনায়েত আলী আলো, শাহজাহান জমাদ্দারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে, শেখ অহিদুর রহমান জিন্নাহ মাষ্টারের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।
অপরদিকে অহিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।