জন্মভূমি রিপোর্ট : খুলনা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম এ রব স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সোমবার আরাফাত পলিপ্রিন্টিং এন্ড প্যাকেজিং প্রাইভেট লিমিটেড এর সোমবার জোহরবাদ ফ্যাক্টরী মিলনায়তনে এর আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমের জৈষ্ঠ পুত্র বিশিষ্ঠ শিল্পপতি আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড-এর চেয়ারম্যান এস. এম. আরিফুর রহমান মিঠু, প্রতিষ্ঠানের জিএম মো. শরিফুর রহমান ও মুহাম্মদ নূরুজ্জামান, আরাফাত আবাসিক প্রকল্পের সিনিয়র ম্যানেজার মো. নজরুল ইসলাম বাদশা, ফ্যাক্টরী ম্যানেজার মো. জসিম খাঁন, সহকারী ম্যানেজার (পার্সেস) মো. ফরিদুজ্জামান ফরিদ, স্টোর ইনচার্জ শেখ ওয়াহিদুজ্জামান জনি, সিকিউরিটি ইনচার্জ মো. বাবুল মোল্লা, প্রকল্পের ম্যানেজার (অপারেশন) মো. ইয়াসিন আরাফাত, সহকারী হিসাব কর্মকর্তা পলাশ কুমার দে, স্টোর কিপার মো. শামসুর রহমান, সুপারভাইজার মো. আব্দুল হান্নান ও কেএম আরিফুল ইসলাম, ডেলিভেরি অফিসার মো. কামরুজ্জামানসহ আরাফাত পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং প্রাইভেট লিমিটেড, আরাফাত আবাসিক প্রকল্প ও আরাফাত প্রিন্টিংসহ আরাফাতগ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড-এর অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা এবং আরাফাত হেফজখানার শিক্ষার্থীরা দোয়ায় অংশ নেন।
আলোচনা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন আরাফাত প্রকল্প কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশইমাম হাফেজ মাওলানা মো. আব্দুর রহমান জাহাঙ্গীর।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত