
খানজাহান আলী থানা প্রতিনিধি : কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকিরের মাতা শিরিয়া বেগম(৭৫) ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি…রাজিউন)। তিনি গত মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ঢাকা বারডেম হাসপাতালে লাইফ সার্পোটে থেকে শেষনি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছে।
স্বজনরা জানিয়েছেন, শিরিয়া বেগম সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি লাইফ সার্পোটে থেকে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় শেষ নিশ^াস ত্যাগ করে। বুধবার যোহরবাদ ২নং ওয়ার্ডের মীরেরডাঙ্গা চৌধরীপাড়াস্থ আল আকসা জামে মসজিদ সংলগ্ন তেতুলতলা মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাযা শেষে তাকে গোয়ালখালি দাফন করা হয়।
জানাজায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, মোঃ সাহাবুদ্দিন আহমেদ, কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল জলিল হাওলাদার, মনির শিকদার, শেখ কামাল আহমেদ, মোঃ সেলিম রেজা, মাষ্টার শাহজাহান হাওলাদার, কাজী জাকারিয়া রিপন, মোঃ শাকিল আহমেদ, আবু হেনা বাবলু, আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাতুব্বর, মোস্তাফিজুর রহমান মানিক, মোঃ আলামিন, সেকেন্দার আলী, নাসির উদ্দিন, কামাল মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামািজক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। জানাযার ইমামতি করেন ফুলবাড়ীগেট বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজুর রহমান হাফিজী।