শহীদ জিয়ার ৪২তম শাহাদাৎবার্ষিকীতে বক্তারা
বিজ্ঞপ্তি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর শোককে শক্তিতে রূপান্তরিত করে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয়ার আহবান জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে সেখানে জিয়াউর রহমান সফল হয়েছেন। জিয়াউর রহমান একটা নতুন স্বপ্ন মানুষকে দেখিয়েছেন। উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। জিয়াউর রহমানের সাফল্য কোথায়? জিয়াউর রহমানের সফলতা হলো তিনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে এসেছেন। যখন বাংলাদেশের মানুষ হতাশ হয়ে গিয়েছিল, মানুষকে আওয়ামী লীগ বিভক্ত করেছিল! সেই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন এবং একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আজকে যেমন তারা লুটপাট করছে ঠিক তখন একইভাবে তারা লুটপাট করতো। নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার জন্মই হয়েছে নেতা হয়ে। জীবনের প্রতিটা স্তরে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদেরকে একটা আলাদা ভূ-খণ্ড, একটা আলাদা জাতিসত্তা ও আমাদেরকে একটা পরিচিতি দিয়েছিলেন। জিয়াউর রহমানের দর্শন বাংলাদেশ জাতীয়তাবাদ। আর এই জাতীয়তাবাদের উপর ভিত্তি করে শহীদ জিয়া আমাদের সেই পরিচয়টা দিয়েছেন। এত শক্তি সেই দর্শনের। আজকে এই আওয়ামী লীগ সরকার যারা প্রতি মুহূর্তে চাচ্ছে এই দেশটা থেকে জিয়াউর রহমানের নামটি মুছে ফেলতে, বিএনপির নামটি মুছে ফেলতে, তারা বাংলাদেশি এই জাতীয়তাবাদকে মুছতে পারেনি। কারণ ‘জাতীয়তা-বাংলাদেশী’ তাদেরও লিখতে হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মহানগর ও জেলা বিএনপির দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তারা এসব কথা বলেন। মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আহবায়ক আমীর এজাজ খান, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, তারিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী, মোল্লা খায়রুল ইসলাম, শের আলম সান্টু, বদরুল আনাম খান, একরামুল হক হেলাল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবীর, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল, ফকরুল আলম, ডা. গাজী আব্দুল হক, কেএম হুমায়ুন কবীর, আবু মো. মুরশিদ কামাল, মোল্লা ফরিদ আহদেম, সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, এস এম মুর্শিদুর রহমান লিটন, নাজির উদ্দিন নান্নু, নাসির খান, তরিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মজিবুর রহমান, আরিফুর রহমান, রফিকুল ইসলাম বাবু, মনির হাসান টিটো, জাফরী নেওয়াজ চন্দন, সামছুল বারিক পান্না, নেহিমুল হাসান নেহিম, আব্দুল অজিজ সুমন, আব্দুল মান্নান মিস্ত্রি, ইস্তিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস, আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম শাহিন, মুনতাসির আল মামুন, নাসির উদ্দিন, নিঘাত সীমা, কাওসারী জাহান মঞ্জু, পাপিয়া রহমান পারুল প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক হোসেন।