রূপসা প্রতিনিধি : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড: সুজিত অধিকারী বলেছেন আওয়ামী লীগ রাজনীতি করে দেশের মানুষের উন্নয়নের স্বার্থে। শেখ হাসিনা সরকার কখনই সাম্প্রদায়িকভাবে দেশ পরিচালনা করেনি। যখনই আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তখনই এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে এবং দেশের মানুষ নিরাপদে বসবাস করে। তিনি বলেন, বিএনপির রাজনীতি এখন সংবাদ সম্মেলনে সীমাবদ্ধ হয়েছে। তাদের পদযাত্রায় এদেশের কোন মানুষই সাড়া দেয় নি। তিনি শুক্রবার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে ডোবা সার্বজনীন কালী মন্দির আয়োজিত দুইদিনব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম খালেদীন রশিদী সুকর্ণ, সদস্য অমীয় অধিকারী, মো: ইমদাদুল ইসলাম, চঞ্চল কুমার মিত্র, ইউপি চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, সোহেল জুনায়েদ, শেখ মইন উদ্দিন, মনির মোল্লা, শক্তিপদ বসু, কৃষ্ণ গোপাল সেন। এসময় উপস্থিত ছিলেন শান্তিরাম মল্লিক, সমর কুমার মন্ডল, চঞ্চল অধিকারী, তাহিদুল ইসলাম মোল্যা, নিপুল দাশ, সুব্রত বাকচী, আবু আহাদ হাফিজ বাবু, আবুল কালাম আজাদ, রতন মন্ডল, বিনোদিনী পাল, চন্ডীবর মালী, শ্যামল দাস, আ: রউফ শিকদার, মৃনাল কান্তি বাছাড়, স্বপ্না রাণী পাল, আইরিন আক্তার, ইয়াসিন আরাফাত, বাধন হালদার, রুদ্রনীল হালদার শুভ, হিরন শিকদার, বরুন দাস, নিপুন দাস, মনিমোহন সরদার, তাপস দাস, উজ্জল দাস, অশোক কর্মকার, তাপস বিশ্বাস, অনাদি রায়, নীলমনি বিশ্বাস, নির্মল সরদার, হাসান আলী, মুরাদ আলী প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত