সাতক্ষীরা প্রতিানিধি: অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক খানবাহাদুর আহছানউল্লা (র.) এর ৬০তম বার্ষিক ওরছ শরীফ আজ রোববার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। আখেরী মোনাজাতে বিশ্বে মুসলিম উম্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও ৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে তিন দিন ব্যাপী শুরু হওয়া ওরছ শরীফে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, কানাডা, অষ্টেলিয়াসহ বিভিন্ন দেশের শাখা মিশন থেকে হাজারো ভক্ত আশেকানরা অংশ নেন। ধর্মপ্রাণ ভক্ত আশেকানসহ হাজার হাজার সাধারন মানুষ আখেরী মোনাজাতে অংশ নেন।
এসময় মোনাজাতে অংশ নেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।
ওরস শরীফ উপলক্ষে নলতা মোবারক নগর বাজারসহ প্রধান প্রধান সড়ক গুলোতে বড় বড় তোরণ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল।
ওরস উপলক্ষে প্রখ্যাত ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিছের আলোকে নবী রাসুল (স:) এবং ওলি-আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করেন।
আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে নলতার ওরছ শরীফ
Leave a comment