
পাইকগাছা অফিস : খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী বলেন, বাঙালি জাতি ধ্বংস করার লক্ষ্যে ১৫ আগস্টের সৃষ্টি। ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই না, তার পরিবার সকল সদস্যকে হত্যা করে। বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রীয় ক্ষমতায়। দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে রাখার আরেক নাম বাংলাদেশ।
তবে বিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই। সেজন্য আগামী দ্বাদশ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
শনিবার সকালে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা (সরল, কালীবাড়ি) মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখা আয়োজিত পূজা উদযাপন পরিষদ নেতা যুগোল কিশোর দে ও জ্ঞানেন্দ্রনাথ সানা’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
উপজেলা কমিটির সভাপতি সমীরণ কুমার সাধুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, পূজা পরিষদের জেলা পূজা সম্পাদক রমেন্দ্রনাথ সরকার, অলোক মজুমদার, প্রাণকৃষ্ণ দাশ, আনন্দ মোহন বিশ্বাস, মুরারী মোহন সরকার, দেব্ব্রত কুমার রায়, কাউন্সিলর রবিশংকর মন্ডল, সন্তোষ সরকার, সুনীল মন্ডল, সফরসঙ্গী মোল্লা মোজাফফর হোসেন, মোঃ রফিকুল ইসলাম লাবু, মোঃ খায়রুল আলম, মানিকুজ্জান অশোক, সাইফুল ইসলাম সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে, একই স্থানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।